হে জন্মভূমি হে বঙ্গ মাতা
তোমায় কত ভালো বাসি-
তার পরিমাপ যন্ত্র আবিষ্কৃত-
হয়নি বোঝানোর ভাষা।
বললে আমায় আকাশ পেড়ে,
রাখবো তোমার পায়ের নিচে,
প্রলয় বাতাস বন্দি করে রাখবো
তোমার আচল মুঠোয়।
জীবন মরন অকাতরে বিলিয়ে দেব
তোর চরনে,মৃত্যুকে তাই তুচ্ছ করে
বিদায় নিব বীরের বেশে।
হে বঙ্গ মাতা,হে বঙ্গ জননী,আমার
রক্তে যদি উর্বর হয় তোমার বিজয়ের ক্ষেত তব আমি ধন্য।
আমার রক্ত কনিকায় যদি জন্ম নেয় ফের খুদিরাম নেতাজী,রবীদ্র নজরুল প্রিতীলতা তব আমি পুন্য।
ধন্য হে জন্মভূমি,বঙ্গ মাতা ধন্য।
তারিখ:৩১/০৫/২০১৯ইং
সময়:১২.২০.মিনিট,