জন্ম তো নগ্ন,প্রয়োজনে ছোট,
কঠিন সত্য,ভুমিষ্ট ক্ষনে,
জিজ্ঞাসা খোদারে?
প্রথম চিৎকার,
কেদেঁছিলে কেন?
কোথা থেকে,কোথা এলে
চোখ বুজে কেদেঁছিলে
মৃত্যুর ভয়ে,
নাকি,অচেনা পৃথিবীতে,
শ্রষ্টার সৃষ্টিতে
আশ্চর্য হয়ে।
ছোট্ট পরিসরে,নিজেকে
নিও গড়ে,মহৎ উদার,
এর থেকে বেশি নয়
চাওয়া খোদার,
তবে হবে সার্থক
শ্রষ্টার ভবে।