যেন না হয় বদনাম
জাহাঙ্গীর আলম
০৫/০৩/২০২৩ ইং.
(কবিতা নং ২৩২)
-------------------------
এই যে খেলার মাঠ
রয়েছে অলস পড়ে
বিকেল গড়ালে থাকেনায় কভু
পাড়ার ছেলেরা ঘরে।

হৈহুল্লোর চারিদিকে
সে তো নিত্য নৈমিত্তিক
ব্যাপার
থেমে যায় সব নিস্তব্ধে
সন্ধ্যা ঘনালে আবার।


ঐ পাশ জুড়ে পড়ে আছে এক
সোনালী ধানের ক্ষেত।
দলবেঁধে নামে শারস পাখিরা
মুখরিত পরিবেশ।
বুট মুসরি শর্ষে কলাই
জেগ আছে তার রেশ।

চুপি চুপি মাঠে
কেউবা আগে
ই্হছে সমবেত।
সবার পেছনে
আসিয়াছি বলে
বৎসনা করে কেউ।

মানুষ নয় যেন
ওরা মনিব?
কানে বাজে শুধু
পৌশাচিক ঘৃণিত উচ্চারণ  
কুকুরের ঘেউ ঘেউ।

সবার উপরে ছিলো
সহপাঠীদের মধ্যে
এক আশ্চর্যের নাম
গোল্লায় যাক লেখাপড়া
যেন না হয় বদনাম।