ঝড়ে গেছে ফুল,
জাহাঙ্গীর আলম।
=========
বনে নেই বুনো ফুলেরা।
গভীর বেদনায় গেছে ঝরে।
মধুর কুঞ্জে মৌমাছি তাও
করেনী আলিঙ্গন।
ফুল হয়ে ফুটেছে বলে
ছোট করেনী মন।
সুষ্টির কাছে কৃতজ্ঞ,
ঝড়িবার আগে করে গেছে
তাই প্রকৃতির কল্যান।
ঝড়ে গেছে ফুল,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার:
সময়:১২টা,
১৩/০৬/২০২০ই,