"ঝরাপাতা নয়"
"জাহাঙ্গীরআলম"
ভালোবাসা ঝরাপাতা নয়,
ফাগুন এলে যাবে ঝরে।
ভালোবাসা কি ঔষুধী ফল
পাকিলেই মরে ?
ভালোবাসা কি চোখের জল,
অভিমানে ভাঙে।
ভালোবাসা বরফ খন্ড নয়
বাতাসের চুমোতে যাবে গলে।
ভালোবাসা কাঠ খড়ি নয়,
যাবে জলন্ত মোমের ন্যায় পুড়ে।
ভালোবাসা তো মমতাজ,
তাজমহল গড়ে।
ভালোবাসা পাথুরে পাহাড়,
অটল অমর অক্ষয়।
কেমন স্নেহ করে
জীবন দিয়েছে বাবর,
হুমায়ুনের তরে।