যন্ত্রনার কপাট খুলে
জাহাঙ্গীর আলম
১৬/০১/২০২৩ - ইং,
-----------------------
এক ফোটা সাদা কর্পূর
কি আচার্য গতিবেগে
ছুটে এসেছিলে,
দুর্ভেদ্য অন্ধকার ঠেলে।
এই ছোট্ট সুড়ঙ্গের ভেতর।

অনিশ্চয়তার দোলায় অস্থির
স্থির থেকেছিলে অবিচল
কম্পিত প্রাণের স্পন্ধন
সঞ্চারিত করে।

টালমাটাল নিয়মের এই
কটা দিনে বেশ উত্তাল
শুধু অভিবাদনের
অপেক্ষায়।

তারপর।
জল মিশ্রিত রক্ত
অনেকটা দূষিত করে।
প্রচণ্ড মহাপ্রলয় ঘটিয়ে
অসহ্য যন্ত্রনার কপাট খুলে
বেরিয়ে আসলে।

ঘড়ির কাটার মত ঠক ঠক করে
শুধু এলে
দু দণ্ড শ্বাসপ্রশ্বাস
আর ওৎপেতে থাকা
তাড়িয়ে বেড়ানো মৃত্যু
এইতো?
কোন মহাজাগতিক
সুখের আসে।