পাপ নেই জন্মের,জগৎ তা
জানে,
দোস নেই ভূমিষ্ঠের পবিত্র
ক্ষনে।

তবু আমি জন্মরে করি প্রশ্ন?
ভাগ্যে কি লেখা আছে-
জানা আছে তোর?
সৃষ্টির আগামনে প্রাণের
উৎসব, নির্মম পরিণতির
দেবে কি উত্তর?

চোঁখ খুলে পৃথিবীতে ডাকিবার পূবে,
ফিরেগেছে বাবা তোর-
মৃ্ত্যু কোলে।অভিশাপ যন্তনা
জন্মের পুবে,
নিয়তি কে চুমো খেয়ে
ভূমিষ্ঠ হবে।
জন্মের,কষ্ট তো,
জননী ই জানে,

০৯/০৪/২০১৯ইং
রাত : সময় ১১.৪০ মিনিট,