জন্মভূমি মা
জাহাঙ্গীর আলম
তারিখ,০৭/০৮/২০২৪,ইং
রোজ:বুধবার,
সকাল:১১:(কবিতা-২৭৩)
-----------------
যদি হয় তোমার
আমার
এই দুঃখীনি মা
তবে কেন
চুলের মুঠি ধরে  
পেছন দিকে টান।

চিরতরে চোখ অন্ধ করে
যদি টেনে হেচরে
অমাবস্যার অন্ধকারে
ড়বিয়ে রাখ।
বা
শেকল পরিয়ে
জোর করে যদি
আজীবন বন্ধি কর

অথবা
কসাইয়ের মত সজোরে
বুকে ছুরি চালাও
দেও খুনের ছাড়পত্র
তবে  মুছু যাবে
ছাপান্ন হাজার বর্গমাইল
অবশিষ্ট ক্ষুধার্তের মহা বিপ্লবে
একদিন নাম লেখাবে
হতভাগ্য দুঃখীনি
মা
হবে অনাহারী মানুষের
লাশের ঘৃণিত জাদুঘর।