জানালায় রোদে

       জাহাঙ্গীর আলম

অশ্রু জলে ঝরে,
আমার যন্তনার
অভিশাপ।
চোখে দেখা উজ্জ্বল ভবিষ্যৎ
এখন মৃত্যু প্রায় ।

ঘোর আমাবস্যায় হাবুডুবু খায়.
তবু বেচেঁ থাকতে চায়।

তুচ্ছ জীবন আমার,
ধুকে ধুকে হারিয়েছে
অমূল্য সময়।

অশ্রু জল শুকাতে দিয়েছি
জানালায় রোদে।

তাই দেখে বিবেকবান সু্র্যটা
যদি শয্যায় এসে দাড়ায়
তবেই বেচেঁ যাই এ যাত্রায়।