জল নেই
জাহাঙ্গীর আলম
কেউ একজন ফোন দিয়ে বললো!
এই মাত্র!
আমাদের মহল্লায় লোডশেডিং
শহর জুড়ে বিদ্যুৎ নেই।
আজ নিয়ে চার দিন।
জলের জন্য হাহাকার!
খাবার জল তীব্র অভাব
উল্টা কলসি তৃষ্ণায় ছটফট
যতটুকু জল জমানো ছিলো
তা শেষ।
স্নান করার জল টুকু পর্যন্ত নেই,
নোংরা কাপড় পড়ে আছে
একলা ডাষ্টবিনে।
শহর জুড়ে প্রচণ্ড গরম
উঠেছে তাপ সাইত্রিশ থেকে
তেতাল্লিশ ডিগ্রীতে।
অসম্ভব গরমে দমবন্ধ।
গৃহকর্তা বললো এই?
স্নান করার জলদে?
কাপড় গুলো ধুয়েদে?
আগেই তো বলেছি
জল নেই জল নেই?
জল নেই আর কত বলবো?
লোডশেডিং চলছে জানোতো?
অমনি এক ধাক্কা
যা শালা,মরবি তো
বাইরে ই,মর?
আমি মরে গেলে বাইরে ই
থাকবো?
হেটে আর আসতে পারবোনা
মাথায় তুলে আপনাকেই নিয়
আসতে হবে।
--------------------------
তারিখ,০৪/০৬/২০২২,ইং
রোজ:শনিবার,