যেখানে জন্ম আমার
জাহাঙ্গীর আলম
২৩/০৭/২০২৩ইং, (কবিতা নং২৪২)
------------------------
আবার যদি আসি
নক্ষত্রের মত
দ্বীপ শিখা জ্বেলে
তোমাকে ভালোবেসে।

কোলাহল মুক্ত প্রাণে
জাগে শিহরণ উচ্ছাসী মনে।
কলমি লতা এলোমেলো বনে।
সোনালী ধানের ক্ষেতে
রাজ হংসী ফড়িং
রৌদ্র নাচা ঘাসে।

আবার যদি আসি
তোমাকে ভালোবেসে।

অঝোর জোরে
বাউরি বাতাস বয়ে
ফিরে আসি ধীরস্থির পায়ে
কোন এক ঝিঝি ডাকা
সন্ধ্যায়
আমার প্রথম চিৎকার
যেখানে জন্ম আমার।