জাহিনের ছবি আঁকা,
জাহাঙ্গীর আলম।
০৯/০৬/২০২০ইং,
============
ছোট্ট জাহিন ছবি আঁকে
বুনো পাখির ছানা।
ফুলও বনে মেললো পাখি
প্রজাপতির ডানা।

উড়বে আকাশ নিঝুম বনে
উড়তে পাখির মানা।
দিলো হঠাৎ সন্ধ্যা বেলা।
ঝড় বাদলে হানা।

বৃষ্টি ভেজা বুনো পাখি
মধুর কুঞ্জে ফিরে।
প্রজাপতি রং-মেখেছে,
ছোট্ট কুটির নীড়ে।

পাতায় পাতায় গুল্মলতায়,
আঁকলো ফুল ও বন।
ভালোবাসা অধিক মায়ের
বুঝলো তারই মন।

জাহিনের ছবি আঁকা,
জাহাঙ্গীর আলম।
রোজ:মঙ্গলবার,
সময়:বিকেল,৫টা,
০৯/০৬/২০২০ইং,
==========
জাহিন আমার ছোট্ট মেয়ে,
দারুন ছবি আঁকে।