ইচ্ছে হলে,
জাহাঙ্গীর আলম।
৩১/০৫/২০২০ইং,
==========
অঙ্গে তোমার ভরা নদী,
করো সাগর জলে বাস।
ইচ্ছে হলে আদর কর
আষাঢ় শ্রাবণ মাস।
থাকো তুমি দুর অতলে,
ভরা নদীর ঢেউয়ের কোলে।
ইচ্ছে হলে তুফান বেগে,
কর সর্বনাশ।
কবিতার,নাম:ইচ্ছে হলে।
জাহাঙ্গীর আলম।
রোজ:রবিবার,
সময়:১১টা,অফিস,
৩১/০৫/২০২০ইং,
=================
দুঃখীত আমি আর নিয়মিত হতে পারছিনা।কর্ম ব্যস্ততার মধ্যে এখন আমি নিমগ্ন, শ্রদ্ধেয় সকল কবি বন্ধুদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। ভালো থাকবেন,