ওগো হে নারী,হতে যদি তুমি
খঞ্জর কিংবা তরবারী?
করিতে শাসন,পুরুষের আসন,
জগৎ জুড়িয়া,আকাশ ফুড়িয়া,
চন্দ্র সূর্য পায়ে লইতে ছিড়িয়া।
ওগো হে নারী,
হতে যদি ফলোবান?
ভরে যেতে ফুলে ফলে
ভেবিচারে আসমান।
কামুক রসের জলে
পাপের ফসল ফলে
আসমান জমিন জুড়ে
তোমার বাহুবলে।
ওগো হে নারী,
যদি হতে তুমি দাঁড়ি পাল্লা?
অহংকারের দূষ্ট বলে,
ডুবিত শাসন রুপের জলে,
ভুলে যেতে মোহাম্মদ নাম,
লা্ - শারিক আল্লাহ।