জাহাঙ্গীর আলম
তারিখ,১৮/০৪/২০২৫,ইং
রোজ:শুক্রবার,সমম১২-টা
(কবিতা-৩০৩,সংরক্ষিত)
---------------
হে নামাজী ভাবছো কি যে
---- মসজিদে তুই,
ধোকাবাজি,ঠকের হিসাব
ঘৃণ পাপ মিথ্যে গীবত
পর নিন্দা নাফারমানী,
হিংসে বিদ্ধেষ শোলয়ানি
নামাজ তো নয়,
ধোকাবাজি?

মাথার উপর নিশ --
নে"রে ভাই
জগৎ জুড়ে সব
অভিসাপ।

পার কি পাবি
এতো ই' সোজা
সন্মুখে তোর দেখছে খোদা।

তাকবীরে তাহারিমা---
ইচ্ছে মত,যত`ই বাঁধ  
রুকু সিজদায় ওঠো নামো---
সুরা কেরাত সবই তো ভুল
লোক দেখানো নামাজ পড়।

মুক্তিরে তুই পাবি না ভাই  
ঈমান,দোখার নেই তো বালাই,  
লা শারিক আল্লাহ পড়ে
ক্ষমা চা, দুহাত তুলে
হে নামাজী ভাবছো কি যে
মসজিদে তুই,
ঘৃণ পাপ মিথ্যে গীবত
এখন ----
লাত্থি মেরে,বাইরে ফালা।