হায়রে ভাত,
জাহাঙ্গীর আলম।
============
হায়রে ভাত এত'ই কর
তেলেসমাতি,
অভাবের সংসারে,
ছেলে মেয়ে কাইন্দা মরে
নির্জন শূন্য ঘরে।

অনাহারী নিরীহ মানুষের এমন  নির্মম অমানবিক প্রান নিয়ে খেলা  খুবই আশ্চর্য লাগে,
রংপুরের নছুর আলীর কথা ভেবে,

দু টো কিড়নিই বেচে দিলো তার  শুধু একমুঠো ভাতের আশায়,
ছেলে মেয়ে এক মুঠো ভাত পেলে
অন্তরে সব হাহাকার মিটে যাবে তার।

এত টুকুই শান্তনা নছুর আলীর
অন্তত মরার আগে একমুঠো ভাত পেটে পুরে মরতে চায় সে।
অভাবের সংসারে
আর কিছুই চাওয়ার
নেই তার।

হায়রে ভাত করলি কতই
তেলেসমাতি,
মরলো ভাতে নছুর আলী।

হায়রে ভাত,
জাহাঙ্গীর আলম।
রোজ:বুধবার,
সময়:সকাল,১০টা,
০১/০৭/২০২০,ইং,
==========