"হাতিয়ার"

       "জাহাঙ্গীর আলম"

দাদা রোজ ঘটা করে বলতেন
লেখলে পড়লে মানুষ মরে ভাতে.
যার কোন মুল্য নেই।
তাই বলে কেউ বেঁছে নিওনা
অস্ত্রের হাতিয়ার।

তবে ধুলোয় মিশবে রক্তের ছাপে
তাহলে পেট নিতী হবে কঠিন যুদ্ধ।

আনাচে কানাচে ভীড় জমাবে
উৎপিড়ন আর হাহাকার।
ধ্বংশ জাতি ও দেশ।

তারুণ্যের জীবন বিপন্নতায়
হবে নিমজ্জিত।

সভ্যতার দিকে চেয়ে দেখলে,
ধ্বংশ আর কান্না ছাড়া কোন কিছুর
অস্তিত্ব পাবেনা।

তখনই মুক্তির পথ খুজবে
।কিন্তু সমুদ্রের গহিনে আচ্ছন্নই
থেকে যাবে অনন্ত কাল।

জলন্ত অস্ত্রের নেশায়                               বেঁছে নিওনা রাজনিতির
হাতিয়ার।