"হেটেছো তুমি"
"জাহাঙ্গীর আলম"
এ পথেই হেটেছো তুমি
অনেক টা দিন
নুপুর পায়ে
সোনালী ধুলোয়
মুছেগেছে আলতা
আজো সেই স্মৃতি চিহ্ন
রয়েছে পড়ে,
ঐ পুকুর পাড়ে আর
সানবাধা ঘাট টায়
ডালিম গাছটা আজো
খুজে ফেরে তোমাকে
যেখানে তোমার লাল
শাড়ী টা ঝুলিয়ে রাখতে
সাথে হাতের চুড়ি ও
অঝোর বৃষ্টিতে ভিজতে
রেখে খোলা চুল
আর আমি দুস্টামিতে
দেখলে ই, তুমি মুচকি
হাসতে।
সন্ধ্যা নামলেই পাশের ঝাউ বনে
এখনো পাখিদের চেঁচামিচি
আছেতো বেশ।
কিন্তুু তুমি আজ অন্যের ঘরে
হয়তো সুখেই আছো
হয়ে কারো সঙিনি
দুর কোনো গায়ের; অচেনা
বধু হয়ে।
আর আমি বাস্তবতা ভুলে
এ পথেই হাটি অনন্তকাল
23/01/18 2.pm