হাত বাড়াতে চাই না,
জাহাঙ্গীর আলম।
============
এখন আর হাত বাড়াতে চাই না, শিশির ভেজা নরম ঘাসে।
রাত দুপুরে ভেজা পূর্ণিমার
এক ফাঁলি চাঁদে।
এখন আর হাত বাড়াতে'ই
চাই না,
বৃষ্টি মুখর আষাঢ়ে,
জলে ভেজা নায়ে,
বিছানা পেতে ভাসে,
থই থই ডাঙায়।
এখন আর হাত বাড়াতে চাই না, ষোল বছরি শস্য দানায়,
বপন করতে চাই না বীজ,
আর জল মগ্ন কাদায়।
এখন আর হাত বাড়াতে চাই না, কাজল ভেজা মুখশ্রী আঁখিদ্বয়,
চুম্বনে চুম্বনে কাতর,
কামাতুর ঝড়ে,
খোলেনা চক্ষু অজ্ঞাত লাজে।
হাত বাড়াতে চাই না,
জাহাঙ্গীর আলম।
রোজ:বৃহস্পতিবার,
সময়:রাত,১.৩০মিনিট,
০৯/০৭/২০২০ইং,
===========