চঞ্চল চপলতা চাহনিতে মুগ্ধ,
চনমনে চঞ্চলা,চলনে সে দূর্বার,
তবু খুকি নয় সুখী,
হাসিতে ই- সুখ তার।
মুখ দেখে,রং মেখে,
ঢাকে তার দুঃখ ---
ঝরে পড়ে,হাসিতে,
অতৃপ্তির সুখতো।
কি যে বলে,কোন ছলে
বুঝ বার লাগে জ্ঞান,
কচি মুখে কাঁচা কথায়,
ভরায়ে সকলের প্রান।
দুরন্ত,ইচ্ছে,স্বপ্নতো ফিকে,
দুঃখ,দুর্দিনে,নিমেষে বাসি,
ডুবিয়ে মরিলো সুখ
সলিল সমাধী,
ব্যথিত অন্তর তবু মুখে হাসি।