"গোলাপের পরিনাম"
"জাহাঙ্গীর আলম
দুই চোখে কাকে খোজে
সেতো নিজে জানেনা।
সেতো আসে কত খনে
হৃদয় যে মানেনা।
আনমনে গান শোনে
কিযে বলে বোঝেনা
সুর তোলে মন খুলে
স্মৃতি গুলো ভুলেনা।
কাছে আসে ভালোবেসে
গোলাপের পরিনাম
যতখন তরতাজা
শুকালে কি আছে দাম ?
যেতে যেতে ঐ পথে
হয় যদি বদনাম
ক্ষনিকের জন্য.
আগে থেকে সাবধান।