গুজব
জাহাঙ্গীর আলম
তারিখ,০১/০৮/২০২৪,ইং
রোজ: বৃহস্পতি বার,
সময়:সন্ধে .৬:টা(কবিতা-২৭১)
------------------
এই খানে এই দেশে    
যাহা কেউ বলে নাই মুখে
উডান্ত চিঠিতে
উড়ায়ে গুজব 
জালায় আগুন সুখে
এই খানে এই দেশে।

কেউ শোনেনি দু কান দিয়ে
যাহা শুনে সব মিথ্যে ডাহা,
যা ঘটেনি তাহাও রটে
স্বচক্ষে দেখেছে যাহা
তাও এখন মিথ্যে আহা!!
এই খানে এই দেশে ।
যাহা কেউ বলে নাই মুখে

ডুবেছে সুর্য ইরাক সিরিয়ায়
মরেছে শুকায়ে জলের
পিপাসায়

স্বাধীনতা খুজে মুখে মুখে
সেই সব বেইমানের দল।

এই খানে এই দেশে
যাহা কেউ বলে নাই মুখে
মিথ্যে কত বলবিরে বল
বিবেক বুদ্ধি বেহায়া তো।

দেশ তো,  রে - ভাই
তোমার আমার
বঙ্গ সন্তান বুঝবে কবে?
রাক্ষসী যায় গুজব ছুরে
পোড়ায় চিতা ও চড়ায় শুলে।
গুজব এখন মরণব্যাধি
হোক অবসান
চিরবধী।