"জ্ঞানের ছোয়ায়"
"জাহাঙ্গীর আলম"
জ্ঞানের প্রদীপ জালিয়ে
কবি তার,কবিতায় লিখে,
অফুরান্ত,সত্য মিথ্যে,
নির্নয়ের মহাকাব্য।
লহিত সাগরে রক্তে চালায়
জাহাজে উঠায়ে পাল,
ইচ্ছে হলে মুক্তো কুড়ায়,
জ্ঞানের সাগরে কাল।
উত্তর মেরু দক্ষিন মেরু,
একই সুতোয় বাঁধি,
টানিয়া আনি চদ্রঁ সুর্য,
জ্ঞানের প্রদীপ জালি।
বিশ্বাসস্ততায় রচি আমি,
জীবান্ত অধ্যায়।
ডুবে আনি পরশ পাথর,
জ্ঞানের ছোয়ায়।