"ফুটাংগিরি"

              "জাহাঙ্গীর আলম"


ভাত জোটেনা কষ্ট কিযে
সত্যি বোঝা দায়,
বাবুগিরির ভাব যে কত
চা যে দো খান খায়।

ফুটাইলি তোর ফুটাংগিরি
ভাবলি খনে নবাব,
ভেত্তো বেসাত সব খুয়ায়ে
ফিরলো না তোর সভাব।

আরে মিয়া ওরে মশাই
এমনি করলে হবে,
চাল নেই চুলা ও নেই
কেমনে কি যে খাবে।


ঘর ছাড়লি দেশ ছাড়লি
হইলি দেশান্তরি  
থাকতে সময় ভাবলি নারে
এখন ভেবে মরি।

বিদ্যা বুদ্ধি সবই ছিলো
রইলো কি যে আর,
মরলি ড়ুবে রসাতলে
হয়ে ছারখার।