জাহাঙ্গীর আলম
ফুলের এত কিসের জ্বালা
কবিতা (নং২৩১)
০৪/০৩/২০২৩ ইং.
------------------------
ফুলের এত কিসের জ্বালা ?
বিষের হাওয়ায় ওঠে রোল?
ঢেউয়ের তোড়ে
দু কুল ভাঙে ---
তবু হয়না কেন চক্ষুশুল।
ফুল তো ফুটে মহা সুখে
বিরহ ব্যথা রুপ না দেখে।
মাধুর্যে সৌন্দর্যে রঙীন
রোদ্রে মেখে মুগ্ধ আসিন
ডাকছে কোকিল বনজুড়ে।
ফুল্লো শাখে বান ডেকেছে
জাগছে যোয়ার হিল্লোলে
ফুলেরা হাসুক ফুলের মত
রোদ্রক উজ্জ্বল প্রাণ খুলে।