ফুল
জাহাঙ্গীর আলম

তোমাকে আজ প্রথম
দেখলাম!
এক গরীব কৃষকের হাতে,
দুলে দুলে যাচ্ছো
নিরন্ন বন থেকে।

কোথায় যাবে আহা!
দূরান্ত প্রভাতে।

চিনো তো পথ ওগো,
লুটেরা রয়েছে
ঝোপঝাড়ে,
পায় যদি তোমায়
হাতের ছোঁয়ায়,
চুষে নিবে স্বাদ
গন্ধ শুঁকে।

কার হাতে দিবে এই
নয়নাভীরাম ফুল,
কৃষক যদি পথে করে ভুল।
ভোমরের অত্যাচারে
মরার আগে যাবে মরে।

-------------
তারিখ,১৪/০৬/২০২২,ইং
রোজ:বুধবার,
সময়:১:৫৫,মিঃ,