"ফিরে এসেছি"

         "জাহাঙ্গীর আলম"


বাহান্ন যখন ভাষার দন্ধে
তখনো দ্বিজাতি,
আচলে আচলে টানা টানি।

বাংলা তখনো
একুশের ভাষাহীন
শাড়ীতে লিপিবদ্ধ।

বর্ন মালা কেদেছিল অস্মব আবেগে
সে জল গড়িয়ে পদ্মা মেঘনা
শেযে সিন্দু নদের,
দু পার ভেঙেছে।

পরিবর্তন যে বাস্তব
তা উপলব্দি করতেন
বিজয়ের সৈনিক, কিংবা
কবির নিখুঁত আবেগে।

জানতো বলে রক্তে প্রদীপ জালিয়ে ই
রেখেছিল একাত্তর।
সপ্নরা যখন চোখ মেলে দেখে,
মার্চের শরিরে মাঘীপূর্ণিমায়
নেমেছে আমাবস্যা।

তখনই একদল মুক্ত পাখিরা
রাত্রিকে ফেলেদেয়,
দিনের আলোয়।
তখনই যুগপথ থেমে.
মাসের কোঠায় গিয়েছিলো ভয়ে

আকাশ পরিবর্তন হয়
পুর্ব প্রান্তে ।
দেখেছে সমস্ত পৃথিবী,
বুঝে ছিলো তা আগেই।

চুমো খেয়ে হেসে ওঠে সুর্য,
লাল সবুজ পতাকায়।

তখন ই শোলো খোকা
চিৎকার দিয়ে ওঠে
ফিরে এসেছি -মা
তোমার কোলে।