ফাগুন আশার আগে  
জাহাঙ্গীর আলম
তারিখ,১৮/০৩/২০২৫,ইং
রোজ:মঙ্গবার,
সময়,৫:৩০টা(কবিতা-২৯৫)
----------------------
নান্দনিক সৌন্দর্যে যত মধুময়ী হও
তবু ও ঝরে যাবে একদিন
তোমার পুর্ব শুরির মত।

তারা ও  নিশ্চিহ্ন হয়েছে
এই বিস্তৃর্ন ছায়া তলে  
প্রকৃতির প্রতিশ্রুতু ঋতুরা
রেখেছে ভয়ে।

এখানে কান্না কিছুটা ব্যতিক্রম
শুধু শব্দেরা কেমন যেন করে  
অন্যরকম হাহাকার।

ভেজা ফসলের মাঠ থেকে
নিজেকে সরিয়ে নেয় কুয়াশা
শিশির ঝরার দিন শেষ হলে।

অমনি হামাগুড়ি দিয়ে
তেড়ে আসে ফাগুন
দখিনা দুয়ার খুলে
রক্ত চন্দন পলাশ বনে,

শুন্য শাখায় অধিক পাতায়
ছেয়ে যায় ফুল পল্লব  
আর মাধুবী লাতায়।

তবুও নান্দনিক সৌন্দর্যে
যত মধুময়ী হও
তবু ও ঝরে যাবে একদিন
ফাগুন আশার আগে।