"একুশ বছর পরে"
"জাহাঙ্গীর; আলম"
সেদিন সত্যিই বয়েছিল
জনতার জোয়ার,
কঠিনই ছিলো ভেঙেছে পাহাড়
তখনো অন্ধকার ছন্ন
ক্ষমতার মসনদ।
সুনীল শ্যামল শুভাশিত বাংলার
মায়াবী চোখে এ কেমন অশ্রু
তখনো রাতের সমুদ্রে
লাল শ্রতে বেদনায় নকশী আকে
কলঙের পুস্তকে
সবই জানি এতো নয় অপমৃ্ত্যু
এতো সেই অমর,
মৃত্যুঞ্জয়ী প্রান
শেখ মুজিবুর
সু্র্য ওঠার আগে
মৃত্যুর অনুকুলে
ভিড়িয়াছে
সু্র্যস্নাত তরী
একুশ বছর পরে,
শ্রাবণে ঝরা জোসনার
আলিঙনে
;ক্ষান্ত গোধুলী
কবিতার সুদির্ঘ পথে
আশির্বাদ তোমায়
তবু ও আমার কবিতা
শেষ পর্যন্ত শ্রতের অন্যপ্রন্তে
ভাসে যন্তনার ফুল হয়ে