একটি  সোনালী গাছ
জাহাঙ্গীর আলম
তারিখ,২৩/০৩/২০২৫,ইং
রোজ:রবিবার,
সময়,২-টা(কবিতা-২৯৮)
-------------------------
অদ্ভুত এই গাছটির সাতশত শেকড়
চতুর্দিক বিস্তৃত তার মূল
শত চেষ্টা করে ও গাছটি
বড় হতে পারছে না।

জন্মলগ্ন হতে আজো
বহু প্রচেষ্টার পরেও
মাথা তুলে দাড়াতে পারছেই না।

দূর থেকে উড়ে আসা
কিছু বর্বরতঃ রাক্ষসী পঙ্গপাল
থাবা বসিয়ে
গাছটির ছাল বাকল
ফুল ফল হতে ডাল পালা
ইচ্ছে মত গিলে খাচ্ছে।

বড় হতে গেলেই
ভিন্ন প্রজাতি ভয়ঙ্কর
অন্য একদল পঙ্গপাল  
তার শাখা প্রশাখা মূল কাণ্ড
চিবিয়ে করে চুরমার।

কবে যে গাছটি পরি পুষ্টতায়
পুন্যতা পেয়ে আকাশ ছোঁবে
ততখনে আমরা হিজরতে চলে যাব।