একটি বিশ্বাস
  জাহাঈীর আলম
তারিখ,৩/০২/২০২৫,ইং
রোজ:সোমবার,
সময়,২ টা(কবিতা-২৯৪)
----------------------
পৃথিবী মেখেছে আজ অন্ধকারে  
তামাসার রং
বদলে গেছে সত্যমিথ্যা  
বুজে আছে চোখ বিশ্বস এখন।

জীবনের প্রত্যেক টা মুহুর্তে
ঠকতে ঠকতে এখন
এমন একটা পর্যায় এসে
পৌঁছেছি যে ----
বিশ্বত্বা বলতে আমার কাছে
আর কোন কিছুই
অবশিষ্ট নেই।  

বিশ্বাস এখন বৃদ্ধার মত
বার্ধক্যে উন্মাদ,
কর্পুরের মত
এই আছে এই নাই,

নির্দ্বিধায় মৃত্যুকেই
বিশ্বস করা যায়।
সৃষ্টির পথ চলা আজো অব্ধি
কারো বিশ্বস ভঙ্গ করেনী
বাপ দাদা পুর্ব পুরুষেরা
চলে গেছে চোখের পলকে
এক এক করে
প্রাণ প্রহরী জানতেই পারেনী।
এই একটি বিশ্বস এখনো আছে
হৃদপিন্ডের ভেতর