একটি বিড়াল.
জাহাঙ্গীর আলম।
০৮/০৬/২০২০ইং,
=============
সাদা পর্দায় ঘেরা যেখানে আমি
করি রাত্রি যাপন।
নির্জন নিরবতায় নীল বাতিটা
জ্বলে নির্ভয়ে একা।
আমার শোয়ার ঘরে।
পর্দা গুলো বাতাসে নড়ে ওঠে রঙীন আলোয়।কখনো কখনো আমার অজান্তে।জানিনা আমি,কি যেন বলতে চায়।প্রভাত হলে ডান দিকের ছোট্ট জানালার ফাক গলে।এক টুকরো রোদ সোনার মতো ঝকঝকে আলো,বিছানায় এসে রোজ ঘুম ভাঙায় আমার।
বাহিরে দেখি আলো আধারের খেলায় মত্ত।দেয়ালে একটি বিড়াল।অর্ধ অনাহারে গেছে তার শরীরে কয়। চোখ পড়তেই হাউ মাউ করে তীব্র চিৎকার।মনে হলো কতদিনের চেনা।
জানালা খুলতেই হুমড়ী খেয়ে পায়ের কাছে বসে পড়লো।ক্ষুধার্ত ভাষায় বোঝাতে চাইলো,খাবার!খাবার! খাবার!অনাহারে এক থালা খাবার খেয়ে,সে চলে গেল।আর কোনদিন ফিরে আসেনী।জানালায় দাড়িয়ে এখনো অপেক্ষায় যদি ফিরে আসে।
একটি বিড়াল
জাহাঙ্গীর আলম।
রোজ: সোমবার,
সময়:রাত: ৯. টা,
০৮/০৬/২০২০ইং,
=================
এই কবিতা টি আমার দুই প্রান প্রিয় মেয়ে জেরিন + জাহিন এর অনুপ্রেরণায় রচয়িত।কবিতা টি ওদেরকে উৎসর্গ করা হলো।