ঈদ
জাহাঙ্গীর আলম

তারিখ,১১/০৪/২০২৪,ইং
রোজ:বৃহস্পতিবার,
সময়:১২:টা(কবিতা-২৬৯)
----------------------------
রোজার শেষে
নীল আসমানে
সুর্যো যাবে অস্তপানে
বিদায় নিলো যেথায় রোজা
খোদার আরশ সেথায় পাতা

চাঁদ উঠেছে খুশির ভারে
দিন মজুরের সকল ঘরে
ফকির দরবেশ এক কাতারে
রোজার খুশির
বান ডেকেছে
জাগলো জোয়ার উৎসবে।

সত্য মুখে বলি খোদা    
সকল দুঃখো গুছিয়ে দিও
হাশর মাঠে পুলসিরতে।

তাড়িয়েছি পাপের  বোজা  
শুন্য হলো ভরা বুক
পুন্য ভরে শর্ষে গোলা
নিষ্পাপের আজ ঈদের সুখ।