"এই ধরনী কাদে"

      "জাহাঙ্গীর আলম"

সকাল বেলা দখিন হাওয়া
বললো আমার কানে।

ডালিম ফুলেরগন্ধ লুকায়
পল্লি কবির প্রানে।

গুল বাগিচায় জোনাক জ্বলে,
ফুল পরিরা গায়।
ফুলের মালা পরিয়ে গলে
কবিকে জাগায়।

কবি তুমি এই দেশিরি
পল্লি মায়ের কোল।

বাংলাদেশর হৃদয় দিয়ে
জাগিয়ে ছিলে দোল।

বনে বনে ফুল ফোটালে
বললে কথা সনে।

গন্ধ দিয়ে চাদ ফোটাতে
ইচ্ছে হলে মনে।
মরেও তুমি রইবে অমর
দেখবে সবে চাঁদে।

নিরব প্রানে চুপিচুপি
এই ধরনী কাদে।