এই দেশ
জাহাঙ্গীর আলম
তারিখ,০৯/০৮/২০২৪,ইং
রোজ:শুক্রবার,
(কবিতা-২৭৪)
------------------
চোখ জুড়ে হতাসা
প্রতিজ্ঞায় কি দোষ
বুকে বড় ব্যাথা নিয়ে
করি আফসোস।
পাজর জোড়া বিশ্বাস
আশার হয় না শেষ
মাথা তুলে দাড়াবে
কবে এই দেশ।
বড় হতে,হতে তার
পঞ্চাশ শেষ।
আরো কত বড় হয়ে
পৌছাবে চাঁদে
নিহারিকা ছায়াপথ
আরো বহুদূরে
দুর্বার দুর্জয়ে মঙ্গল ছোবে।
জ্ঞানের সওদা লয়ে
ফিরবে দেশ
মাথা তুলে ঘরে।