একটি গোলাপ,
জাহাঙ্গীর আলম।
একটি গোলাপ ফুটেছে বনে।
ইচ্ছে জাগে ছুতে মনে।
কাটার আঘাত সরিয়ে আমি
হাত বাড়াই যখন।
জেগে ওঠে নরম কলি।
স্পর্শে উঠে দুলি।
দু হাত ভরে ইচ্ছে মত,
করেছি যতন।সকল ব্যাথা
ভুলে গিয়ে করেছি আপন।
কবিতার,নাম:
একটি গোলাপ,
জাহাঙ্গীর আলম।
২৩/০৫/২০২০ইং,
রোজ:শনিবার,
সময়:বিকাল-৩:২০,টা,