সন্ধা তারা,উজ্জল মায়াবী নক্ষত্র ছিলে তুমি
আমার ভালোবাসার সীমাহিন আকাশে,
ছিলে শ্রাবনে অজস্র বৃষ্টিতে।
দেখেছি সন্ধাকাশে জোয়ান নদীর ছলাকলায়
কখনো পাল তোলা নদী,কিংবা
ভেঙেফেলা,ঢেউয়ে,আচঁঁমকা মাশতুল।
ভালোবাসা ছিলো রসের হাড়িতে আমার,
প্রথম চুমোর অভিজ্ঞতা,দিয়েছে হাতে
সাবিত্রি অমৃত সফেদ কদবেল।
নিছক ছোঁয়ায় আচঁমকা ফেটে ককটেল।
তাই এমন নির্মম দূর্ভাগা ভালোবাসা সত্যি ছিলনা জানা,কাকের বাসায় বসন্তে যেমন কোকিল ছানা।
ভালোবেসে,যাকে ফুলের মাল্য পড়াতে
চেয়েছিলাম গলে,
আমাকে দেখে সে পালিয়েছে ভয়ে।
আমি যাকে ঘৃণা করে,তাড়িয়ে দিয়েছি দূরে
আমাকে দেখেই সে খুন হলো।
সকল মানুষের ভিড়ে।
সেই দূর্ভাগা,ভালোবাসা কিনা
এখন জেলের সেলে বন্দি