দোষ না অভ্যাস,
জাহাঙ্গীর আলম।
===========
কথার মাঝে কথা থামিয়ে
হুট করে কোন কিছু বলা
খুবই বিরক্তিকর।
না বুঝে কোন কথার
উত্তর দেয়া তো,
পুরোপুরি বোকামি।
তবে মুখ বুঝে থাকাই
সব থেকে উত্তম।
দুর্ভাগ্য কেন যেন এটা
আমাদের জাতীয়
অভ্যাসে পরিনত হয়েছে।
কলেরা রোগীর ন্যায়
কঠিন ব্যাধিতে কোন
ঔষধেই কাজ দিচ্ছে না।
দোষ না অভ্যাস,
জাহাঙ্গীর আলম।
রোজ: মঙ্গলবার,
সময়: ১২টা,
২৮/০৭/২০২০ইং,
=========
চোখের সমাস্যার কারনে মনযোগ দিতে পারছিনা পাতায়।