দুর থেকে নয়
জাহাঙ্গীর আলম
তারিখ:১৫/০২/২০২৪ ইংরেজি,
রোজ:বৃহস্পতিবার সন্ধ্যা ৬:টা,
(কবিতা:২৬২)
-----------------
ধুর?
কি যে বল
ভালোবাসা মোটে'ই
দুর থেকে হয় না
কাছে আসতে হয়
- কাছে
আরো কাছে।
মাথা নেড়ে
কি যে বলেছিলে ?
চোখে আগুন
কি অদ্ভুত ইশারায়
ভিন্ন চাহনিতে
আবেগী সংকেতে
বুঝিনী শরীরি ভাষা
দুর থেকে অভিনয়।
কাছে আসতে হয়
কাছে
আরো কাছে
দুর থেকে নয়।
ভালোবাসা মোটে'ই দুর থেকে হয়না?
কাছে আসতে হয়----
---- কাছে
--- আরো কাছে
ঘন নিশ্বাসের আচে
অরন্যে একগুচ্ছ কামরাঙা
দুই ওষ্টের স্পর্শে
সুখময় প্রণয়
বেশ পূর্ণতা পায়।
দুর থেকে নয়।
কাছে আসতে হয়
কাছে
আরো কাছে।