ধর্মের ভেদাভেদ,
রক্তের প্রতিশোধ
মুর্খরা এনেছে টেনে,
মানব সভ্যতা
ধ্বংশ করেছে
ধর্মের কথা না শোনে।
কোরআন এ লেখা নেই,
মানুষ মারো,হাদিস এ লেখা তাই,
সকল গ্রন্থ এক করিলেও
মানুষের উপরে নাই।
লেখা তো নেই রক্তে,
হিন্দু মুসলিম-
কিংবা বৌদ্ধ খৃষ্টান,
নেই ভেদ অভেদ রক্তে,
ধর্মে মানুষ সমান।
মৃত্যু বোঝে না,ধর্ম জানেনা
মানুষ কে,কোন জন-
রক্তে তাহারে শিখায়েছে,
মানুষ - ধর্মে সমান।
জল জানেনা হিন্দু মুসলিম,
তৃষ্ণা করেনি হতাশ,
নদী ও সাগর এক ই জলে
করেনি ক্ষুধা কোন কালে
মানুষের সর্বনাশ।
তারিখ :২৪/০৪/২০১৯ইং,
সময় :১২:২৮. মিনিট,