দেখা হবেনা আর,
জাহাঙ্গীর আলম।
============
বলেছিলাম এখন যেওনা,
জানিনা কখন যেন নিভে যায়
কার প্রাণের আয়ু।
দেখছো-না চারিদিকে
মহা বিপদ সংকেত,
ডানে বামে তার তুমুল
ঘন্টা বাজে।
এই মহা বিপর্যস্ত মহামারীতে।
মৃত্যুর নিমন্ত্রণ জানিয়ে পাঠিয়ে দিয়েছে খাম।
দেখেছি পড়ে হিসাবের খাতা
প্রচণ্ড ভয়ে খুলে।
আর হয় তো দেখা হবেনা
দেখবেনা আর কোনদিন
অবজ্ঞা ভরা পরিশ্রান্ত মুখ
খানী আমার,
এই মহা বিপর্যস্ত মহামারীতে।
পাশের বাড়ীর কজন পাড়ী দিয়েছে না ফেরার দেশে।
কত আপন জন চলে গেছে
পর পারে।
এমনি করে চলে গেছে
কত শত জন।
আমিও হয়তো চলে যাব,
এ রকম কাউকে কিছু না বলে।
হয়তো আর দেখবেনা আমার মুখ।
কবরের উপর পড়ে রবে শেষ,
স্মৃতির মাল্য ,
এইটুকু এসে দেখিও
অনেক ব্যথার প্রশ্ন নিয়ে।
দেখা হবেনা আর,
জাহাঙ্গীর আলম।
রোজ: বুধবার.
সময়:১:৩০,মিনিট,
১৫/০৭/২০২০.ইং,
==========