"দেবে আমায়"
"জাহাঙ্গীর আলম"
দেবে আমায়
এবার আসলে ফাগুন
যৌবন যার।
অন্ধকারে দেখতে দেবে
দো চোখ দেবে তার।
আধার ঘন রাত ও দিবে
অসময়ে চাঁদ ও দিবে
ধরতে দিবে দু হাত ভরে
তার দুটি হাত।
দেবে আমায়
রাত ঘুমালে
রুপ যে কেমন তার’
কলমি লতার
জল শাড়িতে
দেবে মতির হার।
সময় ভেঙেছে ছলে
পদ্ম পুকুর জলে
ভেঙেছে কলসি
কবে কোন কালে ।
প্রেয়সীর অথৈ জলে
উঠলে তুফান
দু'পারে সে হাটতে দিবে
মুক্তো মানিক খুঁজতে দিবে
হৃদয় দিয়ে যৌবন তার
অনুভূতি বুঝতে দিবে।