যাদের পেটে পড়তো নারে
এক মুঠো ভাত,
জ্বালায় দিনে রঙ্গীন আলো
উল্টো করে রাত।
পচা বাসি জুটতো নারে
গন্ধ টলটলে ডাল।
খুলছে কপাট করছে লোপাট
সরকারি সব মাল।
ভাতের জন্য খুনখারাপি
করতো পকেট মার
গাড়ি বাড়ি অট্টালিকা
প্রশাসনও তার।
সিঁদকেটে করতো যারা
ভাতের জন্য চুরি।
তারা আবার দেশের সেবক
দেখে লজ্জায় মরি।
চোরের এখন বড় গলা
রোজ খায় দুধ আর কলা।
জ্ঞানী গুনী ভদ্র যারা!
তাদের মাজায় শেকল বাঁধা!
তাল পাতার মুন্সী ভাবে
আমি এখন তোদের খোদা।
----------------------------
তারিখ,১৮/০৬/২০২২,ইং
রোজ:শনিবার,
সময়:০৬:০৫,মিঃ,