"ছন্দপতন"

       "জাহাঙ্গীর আলম"

চরম হতাশ কবিতা আমার
আবেগের গভীরে,

অনুভূতির ভেতরে কি করে হলো
ছন্দ পতন এতটা।

চরম ক্ষীপ্ত,চেতনার গভীরে
নিষ্ঠুর অভিমান,উপলব্ধির ভেতরে
একেমন আচারন।

গোধুলীর মতো নিস্তেয কাব্যের অস্ত্র,
স্মৃতির ঝাপসা চোখে ক্রন্দন,
অনবরত আমার কবিতার।

অনাগত বৃষ্টিতে ঝরুক
উপমা শব্দ জগৎ,
মুখরিত হোক কাব্যের তৃষ্ণায়।

সোনার মতো ফাল্গুনী ভোরে
কবিতার অভিধানে যাই,
কাব্য স্নেনানে চিন্তার ঝর্নায়।

পরিপুর্নতায় ফলুক অমল্যান
কাব্য ফসল আমার কবিতায়।