চোখ
জাহাঙ্গীর আলম
রোদে কেন পুড়লে মেঘ হয় কালো?
কোথা পেল রংধনু সাত রং-য়া আলো
চোখ দেখে চোখ কার,বোঝা বড় দায়,
মূর্খরা আজীবন করে হায় হায়।
বুঝিলে দু চোখ সব তার গেল,
হারালে কেউ.নাহি ফিরে এলো।
নিষ্ফল দিন রাত,অন্ধ চোখে
মৃত্যু দু চোখ তার কি বোঝে।