চিঠি
    জাহাঙ্গীর আলম
২৮/০৭/২০২৩ইং
       ( কবিতা ২৪৫)
---------------------
খুঁজে পেয়েছি
চিঠি-টা তোমার-
পুরোনো খাতার ভাজে।
স্যাঁতস্যাঁতে ধুলোময় খাম
জংধরা আলোহীন অন্ধকারে।

কি লিখেছিলে প্রিয়?
কত প্রশ্ন?
কত অভিমান?

আরো যেন কি লিখে ছিলে
কি জানি?
ব্যথা ভরা প্রশ্ন বানে ।
দিন তারিখ ঠিকানা
নামের অর্ধেক মুছে গেছে।

কাঠের ফ্রেমে নিখুঁত চাহনি
বিশ্বস্ত চশমায়
পড়া গেলনা প্রিয়
অস্পষ্ট জরাজীর্ন লেখায়।

নিচের এক কোণায়
তোমার দস্তখত দেখে
থেমে গেলাম বিমর্ষ আর
বুক ভাঙা হতাসায়
জানা হলনা কি ছিলো
বিধ্বস্ত লেখায়।