চাইনা এমন ভালোবাসা
জাহাঙ্গীর আলম
এমন ভালোবাসা চাইনা আমি
দগদগে নিষ্ঠুর,
কি ভয়াবহ নিদারুণ পৈশ্চাশিক,
সত্যি অবর্ণনীয় বীভৎর্স অমানবিক।
এমন ভালোবাসা চাইনা আমি।
চাইনা? এমন ভালোবাসা,
দগদগে নিষ্ঠুর,
ভুল করেনা ইতিহাস,সে নিরলস নির্ভিক
ক্ষমা কি করবে অতীত ভবিষ্যৎ
সত্য পৌরাণিক।
আমাকে ই, খুন করে,
যারা আমার ই রক্ত
করাতে চায় পান
চাইনা এমন ভালোবাসা?
চাই না? হোক তার
আজ চির অবসান।
রোজ: সোমবার,
সময়: রাত :১১ টা,
তারিখ : 04/04/2022,