"চাঁদের সমুদ্রে"

    "জাহাঙ্গীর আলম"

তোমার চাঁদের সমুদ্রে পুর্নিমা নেই
সেই সাথে তারাও।

বিশাল আকাশে নেই
স্বস্তির বৃষ্টি।

চাঁদের সমুদ্রে রংধনুর ছোয়া দেখে
আমার ছোট্ট নক্ষএ ছাপিয়ে
প্লাবিত হয় অহরহ।

চাঁদের সমুদ্রের গভীর তলায়
পূর্নিমা না হলে,
দূভিক্ষে করে হাহাকার।


আমার শিমার মধ্যে তার সবই।
তুমি চাইলে চাঁদের সমুদ্রে
আমার চাতক দেবে,
জলের পূর্নিমা।

আমার নক্ষএের গন্ধে
তোমার পুরো চাঁদের সমুদ্র
হয় উত্তপ্ত।
এক বার ভেবে দেখো
চাঁদের সমুদ্রে কেন নেই র্পুর্নিমা।