বুঝনি আমি কর্মের ভাষা
বছর ত্রিশ আছি,
রক্ত ঘামে পুড়েছে শ্রম
দগ্ধ হয়ে বাঁচি।

সত্য সঠিক ন্যায়ের পথে
কে বল হয় দূঃখী---
কঠোর শ্রমে,নয় যে আপোষ
যুদ্ধ করেই সুখী।

দরিদ্র ধনী ধর্ম জ্ঞাতি,
উচু নিচু জাতপাত,
করেনা শ্রম প্রতারণা
কর্ম ভবিষ্যৎ।

শ্রদ্ধা তোমাকে অফুরন্ত,
প্রনাম শত সহশ্র হাত,
সম্বলহীন বাঁচুক দারিদ্র্যে
ক্ষুধায় বিপর্যস্ত রাত।

তারিখ :০৪/০৪/২০২০ইং,
রোজ:শনিবার,
সময়:বিকাল ৪:২০,মিনিট
------------------------------