বৃষ্টি পড়ে ঝাকড়া চুলে,
হাওয়ায়,দুলে পথ ভুলে
ঝিঙে ফুলে,নদীর কুলে
বিভাস মাঝির,ছুই এর চালে।
বৃষ্টি পড়ে,ধান ক্ষেতে,
শুনলো মাটি, কান পেতে।
ফোঁটায় ফোঁঁটায়,ভিজলো পাতা,
লাজুক জলের মিষ্টি কথা।
বৃষ্টি পড়ে দূর বনে,
ভিজলো সবুজ রং মেখে
একটি পাতার ফাক গলে,
ছুটলো পাখি সব নীড়ে।